কোটা সংস্কারের দাবিতে পুলিশের বাঁধা উপেক্ষা করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
আদোলনরত শিক্ষার্থীরা জানায়, বিকেলে কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে পাঁচ শতাধিক শিক্ষার্থী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাঁধার মুখে পড়ে। এতে অন্তত পুলিশ ও শিক্ষার্থীসহ ২০ জন আহত হয়েছে। এ সময় পুলিশ অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।
পরে আন্দোলনকারীরা পুলিশের বাঁধা উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবরোধ করেন। এসময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় তারা বিভিন্ন শ্লোগান দেন। সর্বশেষ সন্ধা ৭টা পযন্ত অবরোধকারীরা ঝড় ও বৃষ্টির মধ্যে মহাসড়কে অবস্থান করছেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী আজকের পত্রিকাকে জানান, ছাত্রদের আন্দোলনের বিষয়টির পাশাপাশি আমরা ছাত্রদের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিঘ্ন। আজকের সংঘর্ষের ঘটনায় গুরুতর ৪/৫জন আহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। আমরা আজকের হামলার ঘটনার সুষ্ঠ তদন্ত করে বিচার দাবী করছি।
অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান জানান, আবরোধকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থান নেওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে আমরা ছাত্রদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করতেছি। সন্ধা ৭টা পযন্ত তারা সড়কে অবস্থান করছেন বলে তিনি জানান।
ছবিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় কুবি শিক্ষোর্থীদের অবরোধ।