বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান, শেখ হাসিনাকে পিলখানা শাপলা চত্তর জুলাই-আগস্টের গণহত্যাসহ সকল অপরাধের মাষ্টার মাইন্ড উল্লেখ করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে খুনি শেখ হাসিনার বিচার করতে হবে। বাংলাদেশের মানুষ এ বিচারটি দেখতে চায়। শেখ হাসিনার বিচার করে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের আকাংখার প্রতিফলন ঘটবে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী ও প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ।
বুড়িচং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক অহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ,কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, বুড়িচং-ব্রাক্ষনপাড়া আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য প্রার্থী ড.মোবারক হোসাইন, উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার,উত্তর জেলা জামায়াতের সেক্রেটারী সাইফুল ইসলাম শহিদ,ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।
উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল হোসাইন এর পরিচালনায় কর্মী সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক লোকমান হাকিম ,অধ্যাপক আব্দুল আউয়াল,মু. সাইফুল আলম, মাওলানা মিজানুর রহমান আতিকী,অধ্যক্ষ মু. আবু তাহের, মু. গিয়াস উদ্দিন, মাওলানা রেজাউল করিম, অধ্যক্ষ আঃ হান্নান, ছাত্রশিবির-উত্তর জেলা সভাপতি ছানাউল্লাহ রাসেল, জেলা সেক্রেটারী শাকিল মাহমুদসহ অন্যরা।
ছবিঃ কুমিল্লার বুড়িচংয়ে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।–বাসস।
# দেলোয়ার হোসাইন আকাইদ
কুমিল্লা। ০১৭১১-৫৮৬৬৫১
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com