কুমিল্লা–৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোডাউন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় প্রায় পাঁচ হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
শোডাউনটি ঈদগাহ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, চকবাজার, সুয়াগাজী হয়ে ফের নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে শেষ হয়। পুরো শোভাযাত্রাজুড়ে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নানা স্লোগান দেন এবং হাতে প্রতীকের প্ল্যাকার্ড ধারণ করেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের উদ্দেশে ছাদখোলা গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান কাজী দ্বীন মোহাম্মদ।
শোডাউনের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন—
“দুর্নীতি ও অবিচারমুক্ত একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের প্রধান অঙ্গীকার। মানুষকে শান্তি, নিরাপত্তা ও সম্মানজনক জীবন দিতে হলে ন্যায়শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধভাবে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে কুমিল্লা সদর ও সদর দক্ষিণে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সেতু–কালভার্ট নির্মাণ, স্থানীয় শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানো, স্কুল–কলেজ ও স্বাস্থ্যসেবা অবকাঠামো আধুনিকীকরণ এবং নগরীর পানি, বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন।
কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় শোডাউনে বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মদ মোল্লা, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই গণসমর্থন আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ছবিঃ পাঁচ হাজার মোটরসাইকেলে কাজী দ্বীন মোহাম্মদের শোডাউন।