 
     কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ৬৮ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ী ও শাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে ৬৮ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ী ও শাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
শুক্রবার ভোররাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ সকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তঃসীমান্ত চোরাচালান ও অবৈধ মাদক পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় শুক্রবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে বিবিরবাজার বিওপির  কটকবাজার পোস্টের একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের ভেতরে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় একটি মিনি পিকআপ পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় বিজিবি সদস্যরা। গাড়িটিতে থাকা ভারতীয় উন্নতমানের বিভিন্ন ব্র্যান্ডের শাড়ী ও শাল জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৩৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, মালিকবিহীন অবস্থায় জব্দ করা এসব পণ্য ফেনসিডিল, গরু, স্বর্ণ, মাদক ও অন্যান্য চোরাচালানের রুট হিসেবে ব্যবহৃত সীমান্তটির একটি সক্রিয় পয়েন্ট। চোরাচালান প্রতিরোধে ওই এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
ছবিঃ কুমিল্লা সীমান্তে জব্দকৃত ভারতীয় শাড়ী–শাল।