কুমিল্লায় ট্রাফিকিং ব্যবস্থার সুষ্ঠ ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে ৭টি ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন করা হয়েছে।
শনিবার দুপুরে নগরীর কান্দিরপাড় মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন করেন কুমিল্লা সিটি মেয়র ডাক্তার তাহসীন বাহার সূচনা।
এসময় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, অতিরিক্ত পলিশ সুপার মংনেথোয়াই মারমা, মোহাম্মদ নাজমুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার আব্দুল মান্নান এর পরিকল্পনা ও বাস্তবায়নে নগরীর আলোখারচর, শাসনগাছা, কান্দিরপাড়, ঈদগাহ মোড়, চকবাজার, টমছমব্রীজ, পদুয়ারবাজার এলাকায় ৭টি ট্রাফিক পুলিশ স্থাপন করা হয়। ট্রাফিকিং ব্যবস্থার সুষ্ঠ ও সুশৃঙ্খল কার্যক্রম নিশ্চিত করণ, ট্রাফিক সদস্যদের কল্যান নিশ্চিতপূর্বক ট্রাফিক সেবার মান বৃদ্ধিকরন ও ট্রাফিক পুলিশ ও সেবাগ্রহীতার মধ্যকার পারস্পরিক মেলবন্ধন বৃদ্ধিকরনের জন্য এ উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে জানান জেলা পুলিশ।
ছবিঃ ট্রাফিক পুলিশ বক্সের উদ্ধোধন করেন কুমিল্লা সিটি মেয়র ডাক্তার তাহসীন বাহার সূচনা।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com