“তোরা চিলি তোরা আছিস, তোরাই থাকবি বন্ধু” এ মুলমন্ত্রকে ধারন করে বন্ধুদের নিয়ে বৃহৎ গ্র্যান্ড রিইউনিয় করে ঐতিহ্যবাহী কুমিল্লা ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের রিইউনিয়ন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে ৫ হাজার ৬৫৩ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশ নেয়।
শুক্রবার সকালে কুমিল্লা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড রিইউনিয়ন শুরু হয়। এতে প্রায় ৬ হাজার প্রাক্তন ছাত্র-ছাত্রী-শিক্ষক অংশ নেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল।
রিইউনিয়নের প্রধান উদ্যোক্তা আলমগীর হোসেন রিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র এবং শিক্ষকরা তাদের স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন।
সারাদিনব্যাপী গ্র্যান্ড রিইউনিয়নে ক্রীড়া প্রতিযোগিতা, রেফেল ড্র ও কনসার্ট অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের রিইউনিয়ন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করতে ৫ হাজার ৬৫৩ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশ নেয়।
বর্তমানে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশ্বের সবচেয়ে বড় রিইউনিয়নের রেকর্ডটি রয়েছে ভারতের ভাস্যম এডুকেশনাল ইনস্টিটিউশন্স (গুন্টুর, অন্ধ্রপ্রদেশ)-এর নামে। ২০১৭ সালের ২৪ ডিসেম্বর, এই রিইউনিয়নে চার হাজার ২৬৮ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। এটি "গোল্ডেন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস"-এ অন্তর্ভুক্ত হয় এবং বিশ্বের বৃহত্তম রিইউনিয়নের রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছে।
রিইউনিয়নের প্রধান উদ্যোক্তা আলমগীর হোসেন রিপন জানান, একটি বৃহৎ অনুষ্ঠান করে প্রমান করতে চেয়েছিলাম ইবনে তাইমিয়ানরা অনেক বড় একটা শক্তি। আমাদের আয়োজন সফল হয়েছে। এত বড় আয়োজন আগে কোথাও হয়নি। প্রাক্তন শিক্ষার্থীদের এমন বড় আয়োজনে ভারতের এ রেকর্ডকে পেছনে ফেলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড জায়গা করে নিতে যাচ্ছে ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ।
ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল বলেন, দীর্ঘদনের কষ্টের ফসল এই মেঘা গ্র্যান্ড রিইউনিয়ন। এতে প্রায় ৬ হাজার প্রাক্তন ছাত্র-ছাত্রী-শিক্ষক অংশ নেন। শিক্ষক-শিক্ষার্থীরা যাতে একে অপরকে ভূলে না যায়, সম্পর্ক যাতে হারিয়ে না যায় সে জন্য এটি পাঁচ বছর পর পর করার চেষ্টা থাকবে। এসব অনষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বের সব প্রান্তের শিক্ষার্থীরা একত্রে হয়ে যায়। যা এ প্রতিষ্ঠানের একটা বড় শক্তি। ছাত্ররা এ প্রতিষ্ঠানের জন্য শক্তি হিসেবে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা।
ছবিঃ কুমিল্লা স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড রিইউনিয়ন।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com