কুমিল্লা নগরীর আশ্রাফপুরের একটি ভবন থেকে কুমিল্লা ইপিজেড এ কর্মরত এক চীনা নারী নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে নগরীর আশ্রাফপুরের নোয়াগাও চৌমুহনী এলাকার একটি বাসা থেকে এ নারীর লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম শান হুয়ানমেই (৫৫)। তিনি কুমিল্লা ইপিজেডে পি.ওয়াই গার্মেন্টসে সুপারভাইজার পদে চাকরি করতেন।
স্থানীয় ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, নগরীর নোয়াগাও চৌমুহনী বিসমিল্লাহ হাউজ নামের একটি ভবনে ৩য় তলা থাকতেন চীনা নাগরিকদের সাথে তিনি । সকাল সাড়ে ৮ টায় সহকর্মীরা অফিসে যাওয়ার জন্য ডাক দিলে দরজা বন্ধ দেখে তারা পুলিশকে খবর দেন, পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
কুমিল্লায় ইপিজেডের পুলিশ ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে মরদেহ পাঠানো হয়েছে।
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াজাতকরন এলাকা (ইপিজেড) এর নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুব আজকের পত্রিকাকে বলেন, চীনা নাগরিক শান হুয়ানমেই কুমিল্লা ইপিজেড এর একটি কোম্পানীতে সুপাইভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি তাঁর ভাড়া বাসায় মৃত্যুবরন করেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মৃত্যু বরন করেন। তাছাড়া বয়সও হয়েছে প্রায় ৫৫ বছর। হাসপাতালসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে। সে বিষয়ে চীনা দ্রতাবাসের সাথে যোগাযোগ করা হচ্ছে।
ছবিঃ কুমিল্লা ইপিজেড এ কর্মরত চীনা নারী শান হুয়ানমেই।–সংগৃহিত।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com