
কুমিল্লার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে পারাপারের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। এসময় আটককৃত ব্যক্তির ভারতীয় একটি আধার কার্ড, একটি পার্মানেন্ট একাউন্ট নাম্বার কার্ড এবং একটি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড জব্দ করা হয়। সোমবার (০৩ মার্চ) দুপুর দুটায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য জানান।
কুমিল্লা ১০ বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় রোববার রাত আটটা থেকে সোমবার ভোর পাঁচটা পযন্ত দায়িত্ব পালনরত বিজিবির দল অবৈধভাবে পারাপারের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে।
কুমিল্লার বিবির বাজার বিওপির গোলাবাড়ী পোষ্টের সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় নাগরিক শাওন কর্মকার (৩৭) ভারতের পশ্চিম ত্রিপুরার খায়েরপুর থানার কাশিপুর এলাকার বাসিন্দা। সে ওই এলাকার শান্তি কর্মকারের ছেলে।
১০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, ভারতীয় নাগরিক শাওন কর্মকার অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে আটক করা হয়। পরে তাকে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।