কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসা আশ্রয় কেন্দ্র পরিদর্শন, বন্যা কবলিতদের সাথে মতবিনিময়, নগদ অর্থ ও ত্রান বিতরন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ।
দারুচ্ছুন্নাত মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক শুভপুর ইউপি চেয়ারম্যান আলহজ্ব আলমগীর কবির মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিরেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম। মঙ্গলবার রাত থেকে বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল পযন্ত বিভিন্ন এলাকায় এ ত্রান বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির দূযোর্গ ব্যবস্থাপনার পরিচালক মোঃ মিজানুর রহমান, স্বাস্থ্য ব্যবস্থাপনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এসএম হুমায়ূন কবির, আইএফআরসির হেড অব ডেলিগেশন আলবার্টো বোকানেগ্রা সহ অন্যরা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসাটি পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের সাথে কথা বলেন এবং খোজ খবর নেন। পরে বন্যার্তদের মাঝে নগদ অর্থ ও ত্রান বিরতন করেন।
শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার বলেন, ‘আকস্মিক বন্যায় পাশাকোটসহ আশ-পাশের গ্রামে পানিবন্দি বাসিন্দারা পাশকোট দারুচ্ছুন্নাত জামিআ দ্বীনিয়া মাদরাসায় আশ্রয় নেয়। এরপর তাদেরকে তিন বেলা খাওয়ার ব্যবস্থাসহ আশ-পাশের এলাকায় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশের রেডক্রিসেন্ট সোসাইটি ও আন্তর্জাতিক রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের নিকট এলাকার অসহায় মানুষের চিত্র তুলে ধরা হয়েছে।
ছবিঃ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. রফিকুল ইসলাম পাশাকোট দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসাটি পরিদর্শন শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষদের মাঝে নগদ অর্থ ও ত্রান বিরতন করেন।