কুমিল্লা-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের জাতীয় নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে আদর্শ সদর দক্ষিণ উপজেলার গলিয়াড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শীলবাড়ীতে এ সভা হয়। শ্রী প্রদীপ শীলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি মো. মিজানুর রহমান, অফিস সম্পাদক ইব্রাহিম খলিল, যুব বিভাগের সভাপতি আব্দুল হালিম। আরও উপস্থিত ছিলেন শ্রী স্বপন শীল, শ্রী হরিপদ শীল, শ্রী সুণীল শীল, শ্রী শ্যামল শীল, শ্রী গুরুপদ শীল, শ্রী দিপক শীল, ওয়ার্ড সভাপতি মো. আবু তাহের, সেক্রেটারি মো. আবুল কালাম আজাদ, ইউনিট সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং ভাটারা গ্রাম সভাপতি সফিকুল ইসলাম।
শীলবাড়ির সনাতনী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “আমরা শান্তিপূর্ণ সহাবস্থান চাই। কোনো মানুষকে হত্যার রাজনীতি করি না। জামায়াতের কোনো কর্মী কখনো হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি দখল করেনি। বৈষম্যমুক্ত ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন।”