কুমিল্লায় যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রনে সাংবাদিকদের করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৯ ফেব্রুয়ারি) সকালে নগরীর কান্দিরপাড় একটি পার্টি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডাঃ রেজা মোঃ সারোয়ার আকবর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। মুখ্য আলোচক ছিলেন কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. মিজানুর রহমান।
নাটাব কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. গোলাম শাহজাহান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজাদা এমরানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডাক্তার আতাউর রহমান জসিম, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, জামিল খন্দকারসহ অন্যরা।
আলোচনা সভায় কুমিল্লা বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. মিজানুর রহমান জানান, গেল বছর কুমিল্লায় যক্ষায় আত্রান্ত হয়েছেন চার হাজার ৬৯৩জন। এর মধ্যে ফুসফুসে যক্ষা (পিটিবি) দু হাজার ২৪১জন, ফুসফুস বহিঃভূত যক্ষা (ইপি) এক হাজার ৪৮৬জন, পিটিবি নেগেটিভ ৯৬৬জন, ঔষধ প্রতিরোধী যক্ষা রোগ (এমডিআর টিবি) রোগে আক্রান্ত ৩৯জন এবং মারা যান ৯১ জন।
ডা. মিজানুর রহমান আরো বলেন, ২০৩৫ সালে বাংলাদেশে যক্ষা নির্মলের কর্মসুচী রয়েছে সরকারের। এ লক্ষে আমরা কাজ করছি। ২০১৫ সালে যখন যক্ষা নিয়ে কাজ শুরু হয় তখন প্রতি লাখে আক্রান্তের সংখ্যা ছিলো ২২১জন। গেল ২০২৪ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা প্রতি লাখে ২২১ জনই রয়ে গেছে। ফলে গেল আট বছরের কোন পরিবর্তন হয়নি। তবে চিকিৎসা সেবার সফলতা এসেছে। আগে প্রতিলাখে মৃত্যুর হার ছিলো ৪৫ জন, এখন ২৬ জন। চিকিৎসার আওতায় এসে ভাল হয়েছে ৯৫শতাংশ রোগি।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, যক্ষা রোগে এ দেশে বহু লোক মারা যেত, পূর্বে এ রোগের চিকিৎসা ছিল না। কিন্তু বর্তমানে যক্ষ্মা চিকিৎসা ও ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। পাশাপাশি রোগির ঔষধ খাওয়ানোর দায়িত্বও নিচ্ছে। সকল উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, সকল বক্ষব্যাধি ক্লিনিক এবং বক্ষ্মব্যাধি হাসপাতাল, জেলা ও সদর হাসপাতাল, সরকারী-বেসরকারী স্বাস্থ্যকেন্দ্র সমূহ, মেডিকেল কলেজ হাসপাতাল, এনজিও ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক সমূহে সম্পূর্ণ বিনামূল্যে যক্ষার পরীক্ষা ও রোগের চিকিৎসা করা হয়। নিয়মিত ও পূর্ণ মেয়াদের চিকিৎসায় যক্ষা রোগ সম্পূর্ণ ভালো হয়। সাংবাদিকরা দায়িত্ব পালনের সময় বিভিন্ন পেশা শ্রেনী ও তৃণমূল মানুষদের সাথে মিশেন। এ বিষয়ে সাংবাদিকদের ব্যাপক ভূমিকা পালনের সুযোগ রয়েছে। এজন্য সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
সভায় কুমিল্লায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবিঃ কুমিল্লায় যক্ষা প্রতিরোধ ও নিয়ন্ত্রনে সাংবাদিকদের করণীয়” শীর্ষক আলোচনা সভা।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com