
কুমিল্লার শিল্পী ও মিউজিশিয়ানদের অংশগ্রহণে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কুমিল্লা মিউজিশিয়ানস ক্রিকেট লীগ’। আগামী ১৪ নভেম্বর কুমিল্লা জিলা স্কুল মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
চারটি দলের অংশগ্রহণে আয়োজিত এবারের আসরের দলগুলোর নামকরণ করা হয়েছে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবির প্রতি সমর্থন জানিয়ে বিভাগভুক্ত সম্ভাব্য চার জেলার চারটি নদীর নামে। দলগুলো হলো— গোমতী কিংস, তিতাস টাইগার্স, ডাকাতিয়া স্টারস এবং মেঘনা লায়ন্স।
এ উপলক্ষে মঙ্গলবার কুমিল্লা ক্লাবের হলরুমে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ শোয়েব সোহেল ট্রফি ও জার্সি উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, এবং জাসাস কুমিল্লা মহানগরের যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক আহমেদ পল্লব।
জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে চারটি দলের খেলোয়াড়সহ কুমিল্লার সংগীত অঙ্গনের সক্রিয় শিল্পীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ক্রিকেটের মাধ্যমে মিউজিশিয়ানদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও মিলনমেলা গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।




