কুমিল্লার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পোশাক সামগ্রী জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, শনিবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি পিকআপ ভ্যানসহ ভারতীয় উন্নতমানের শাড়ি, থ্রি–পিস ও শাল–চাদর জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যর আনুমানিক মূল্য ১ কোটি ৬৫ লাখ টাকা। এসব পণ্য বৈধভাবে আমদানি না করে সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল।
লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা ও জনআস্থার প্রতীক হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধ ভারতীয় পণ্য পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যসমূহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে।
ছবিঃ কুমিল্লায় বিজিবির অভিযানে ১ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ।