কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লেসহ ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকার মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মিনি কাভার্ড ভ্যানও আটক করা হয়।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাতটায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
তিনি জানান, চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজারের পালপাড়া এলাকায় বিশেষ টহল দল অভিযান চালায়।
অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ৭ কিলোমিটার ভেতরে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ টি ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে আছে। সীমান্তে অবৈধ কার্যক্রম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জব্দকৃত মালামাল ও যানবাহন পরবর্তী সময়ে নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা করা হবে বলে জানান তিনি।
ছবিঃ কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর জব্দকৃত ভারতীয় মালামাল।