কুমিল্লায় প্রথম বেসরকারি একটি হাসপাতালে গ্রুপ স্বাস্থ্য সেবা ও জীবন বীমা চুক্তি স্বাক্ষর হয়েছে। সকালে নগরীর নজরুল এভিনিউ গোমতী হাসপাতালের এ স্বাস্থ্য সেবা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এসময় গোমতী হাসপাতালের ১৮০জন কর্মকর্তা কর্মচারীদের এ স্বাস্থ্য সেবা বীমার মধ্যদিয়ে চুক্তির স্বাক্ষর করেন, গোমতী হাসপাতালের সিও ডা. মুজিবুর রহমান ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিও এস এম নুরুজ্জামান।
এসময় জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লি. এর সিনিয়র ডিএমডি সৈয়দ মাকসুদুল হক, ডিএমডি এ এফ উবাইদুল্লাহ মামুন, জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স লি এর ভাইস প্রেসিডেন্ট ইনচার্জ (গ্রুপ ইন্সুরেন্স) মো. আনোয়ার হোসেন সরব সরকার, জিএম মো. নাসির উদ্দিন মজুমদার, রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো আবদুল হান্নান, গোমতী হাসপাতারের আরএমও ডা. ইরফান আলম মিশু, ম্যানেজার আলী নেওয়াজ একাউন্স অফিসার সোহেল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্তৃপক্ষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য সেবা বীমা সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, একজন সেবা গ্রহীতা বছরে ১ হাজার টাকার একটি স্বাস্থ্য সেবা বীমায় ৫০হাজার টাকার স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে বীমা প্রতিষ্ঠান। এরমধ্যে হাসপাতালে চিকিৎসা ফি, ওষুধ প্যাথলজিসহ অনুসাঙ্গীক খরচাপাতির সুবিধা পাবেন ওই বীমা গ্রহীতা। যা সরাসরি বীমা কোম্পানি বহন করবে।
বীমা কতৃপক্ষ জানান, জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স ১১ বছর ধরে স্বাস্থ্য ও জীবন বীমা খাতে সুনামের সাথে মানুষকে সেবা প্রদাণ করে আসছে অপর দিকে, কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত গোমতী হাসপাতালের সুদীর্ঘ যাত্রায় মানুষের সেবা প্রদানে পাশে থেকেছে।
গোমতী হাসপাতালের স্বাস্থ্য সেবা কার্ড গ্রহন করে ৩ থেকে ৫৯ বছর বয়সের যে কেউ পেতে পারেন চিকিৎসা সেবার পাশাপাশি স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা। সাধারণ মানুষের দোরগোড়ার এ সকল সুবিধা পৌঁছে দিতে গোমতী হাসপাতাল গ্রহন করেছে বেশ কয়েকটি পরিকল্পনা।
বিভিন্ন পরিকল্পনার অধীনে রয়েছে বিভিন্ন রকম সুবিধা। সম্পূর্ন অনলাইনে এ সুবিধা সমূহ গ্রাহকগন উপভোগ করতে পারবের। স্বাস্থ্য সেবার পাশাপাশি জীবন ও স্বাস্থ্যবীমা সুবিধা প্রদান করতে জেনিথ ইসলামী লাইফ ইন্সুরেন্স এর সাথে আজ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে গোমতী হাসপাতাল প্রা. লি.।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com