কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৫৫কেজি গাঁজাসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একটি মাদক বহনের একটি অটো রিক্সা জব্দ করা হয়েছে। কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পূর্ব ভাটপাড়া এলাকায় রাস্তার উপর তল্লাসী চৌকি বসিয়ে একটি অটোরিক্সা থেকে ৫৫ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বুড়িচং উপজেলার খারেরা গ্রামের মোঃ জহির (৩৫), রনজিৎ চন্দ্র শীল (২৫),একই উপজেলার লোহাইমুড়ি এলাকার মোঃ ফয়সাল (২২) ও আহসানুল হক (২৩)।
এ বিষয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।
ছবিঃ কুমিল্লায় ডিবির অভিযানে ৫৫কেজি গাঁজাসহ ৪জন গ্রেপ্তার।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com