পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদ স্বীকৃতি ও পাঁচ দফা দাবির জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা ও মহানগর জামায়াত।
রবিবার সকাল ১১টায় টাউন হল থেকে শুরু হওয়া মিছিল কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। স্মারকলিপি জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ জাফর সাদিক চৌধুরী গ্রহণ করেন।
স্মারকলিপি প্রদানের পূর্বে সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-৫ আসনের মনোনীত সংসদ প্রার্থী ড. মোবারক হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী ও জেলা শাখার বিভিন্ন নেতা ও কর্মকর্তা।
সমাবেশে বক্তারা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে গঠিত হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। খুনি ও ফ্যাসিস্টদের বিচার করতে হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র কাঠামোর সংস্কার করলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।”
বক্তারা আরও বলেন, প্রয়োজনে পিআর বাস্তবায়নের জন্য গণভোট গ্রহণ করা উচিত এবং জনগণের গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি কাজে লাগানো হবে।
ছবিঃ কুমিল্লায় জামায়াতের স্মারকলিপি প্রদান।