কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোকিত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০২৫।
বিগত বছরের ধারাবাহিকতায় এ বছরও পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কুমিল্লা হাউজিং এস্টেট স্কুল অ্যান্ড কলেজে। সকাল ৮টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু হবে।
আয়োজক প্রতিষ্ঠান জানায়, অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাই করে তাদের উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে আলোকিত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।