কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল কর্মকর্তা সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৫ জানুয়ারী) বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন কুমিল্লার সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীরা।
১৪ ই ফেব্রুয়ারী ২০১৮ সালে কুমিল্লা জেলার জেলা কালচারাল অফিসার হিসেবে যোগদান করেন সৈয়দ মুহাম্মদ আয়াজ মাবুদ। যোগদানের পর থেকেই জেলা শিল্পকলা একাডেমি কে বিভিন্ন ধরণের সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে চাঙ্গাকরে রাখতেন তিনি। করোনা মহামারির সময়ে অনলাইলেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি। সকল সাংস্কৃতিককর্মী, শিল্পী, নাট্যকর্মী এবং শিল্প সাহিত্য সংশ্লিষ্ট সবাইকে নিয়েই তিনি সবসময় শিল্পকলায় কাজ করতেন। কুমিল্লার সাংস্কৃতিক ও সাহিত্য অঙ্গনে ব্যাপক ভাবে জনপ্রিয় কালচারাল অফিসার এর বদলিজনিত বিদায়ে সংস্কৃতি অঙ্গনের কিছুটে বিষাদ এর কালো মেঘে চেয়ে গেছে। সকল সংস্কৃতি সংগঠন,সংস্কৃতিজনদের সমন্বয়ে বিদায় সংবর্ধনা আয়োজিত। সকল সাংস্কৃতিকর্মী এবং সংগঠকদের অনূভুতি প্রকাশ এর মাধ্যমে আয়োজনের শুরু হয়। ফুলেল শুভেচ্ছা এবং বিভিন্ন উপহার প্রদান এর মাধ্যমে আয়োজনের সমাপ্ত হয়।
অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক ও বিশিষ্ট্যজনেরা অংশ নেন।
ছবিঃ কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদ এর অশ্রসিক্ত বিদায় সংবর্ধনা।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com