বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন ও উনবিংশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে কুমিল্লা টাউন হল মাঠে সুবর্ণ জয়ন্তীর উদ্বোধন ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।
উদীচীর কুমিল্লা সংসদের সভাপতি শেখ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য ডক্টর আলী হোসেন চৌধুরী। এ সময় প্রতিষ্ঠাকালীন সদস্য আফম শাহজাহান, মিহির লাল ব্যানার্জি, অজিত সিংহ মিঠু উপস্থিত ছিলেন।
উদীচী কুমিল্লা সংসদের সাধারন সম্পাদক কাকলী দত্তের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা কালচারাল কর্মকর্তা আয়াজ মাবুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর শাহ মোহাম্মদ সেলিম, শেখ জহিরুল ইসলাম, সমীর মজুমদার সহ অন্যরা।
নগরীর টাউন হল মাঠে কুমিল্লা সংসদের সুবর্ণ জয়ন্তী ও উনবিংশতম সম্মেলনের উদ্বোধনের পর একটি শোভাযাত্রা বের হয়ে কবি নজরুল ইন্সটিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাংগঠনিক অধিবেশন শুরু হয়। পরে কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছবিঃ উদীচী শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com