কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজার এলাকায় ১০ বিজিবির উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার বিকালে বিবিরবাজার উচ্চ বিদ্যালয় মাঠে এ চারা বিতরন করেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন।
বিবিরবাজার বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষিখাত, আবাদি জমি ও ধানের বীজতলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ কৃষকদের পুনর্বাসন ও সহযোগিতার অংশ হিসেবে ৫০ জন কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়।
১০বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন ক্রান্তিকালে আর্ত্মমানবতার সেবায় নিয়োজিত থাকে। তারই অংশ হিসেবে সাম্প্রতিক ভয়াবহ বন্যা কুমিল্লায় সংগঠিত হয়। এ বন্যার্তদের জন্য আমরা প্রথমে উদ্ধার কাজ পরিচালনা করি, তারপর ত্রান বিতরন করি,চিকিৎসা সেবা প্রদান করি এবং তাদের পূনর্বাসনের অংশ হিসেবে ৫০ জন কৃষকদের মাঝে ধানের চারা বিতরণ করা হয়। তিনি আরো বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থরা যাত ঘুরে দাঁড়াতে পারে সেজন্যই আমাদের এই উদ্যোগ। এছাড়াও, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়েও আমরা যথেষ্ট সচেতন রয়েছি।
সম্পাদক ও প্রকাশক: দেলোয়ার হোসাইন আকাইদ
+৮৮০১৭১১৫৮৬৬৫১
news@themirrortoday.com