কুমিল্লা মহানগরের ২২ নম্বর ওয়ার্ডে মানবিক কুমিল্লার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চার হাজারেরও বেশি মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
শনিবার (৩০ আগস্ট) বিকেলে পদুয়ারবাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সাধারণ চিকিৎসার পাশাপাশি রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা রাখা হয়। রোগীদের প্রয়োজনে বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। বিকেল সাড়ে ৫টায় ক্যাম্প পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ দলীয় নেতারা।
এ সময় হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, বিএনপি মানবিক দল। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের মূল দায়িত্ব। মানবিক কুমিল্লার এই উদ্যোগ অসহায় মানুষকে চিকিৎসা সেবার সুযোগ করে দিয়েছে।
মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা উদবাতুল বারী আবু জানান, চিকিৎসার ব্যয় দিন দিন বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ বঞ্চিত হচ্ছেন। তাই প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টিতে ক্যাম্প সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে ফলোআপ কার্যক্রমও চালু করা হবে।
ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ড্যাব কুমিল্লার সভাপতি ডা. মিনহাজ তারেক, ডা. মোস্তাফিজ জিতু, ডা. নাজমা, ডা. জনি প্রমুখ চিকিৎসক।
এছাড়া উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব চৌধুরী, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, আনোয়ার উল্লা কমিশনার, ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিটন ভূঁইয়া, মহানগর যুবদলের সভাপতি ফয়সল উর রহমান পাভেলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
স্থানীয়দের মতে, মানবিক কুমিল্লার এই ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে ইতো8মধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে।
ছবিঃ মানবিক কুমিল্লার ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন।