১৭ বছরের কঠিন সময় পার হলেও কুমিল্লা–০৬ আসনের বিএনপি নেতা-কর্মীদের মনে আনন্দ নেই

তারেক রহমানের ৩১ দফা এবং হাজী ইয়াছিনের কুমিল্লা নিয়ে কর্মপরিকল্পনার প্রচার মিছিল ও সমাবেশে বক্তরা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লাকে এগিয়ে নেওয়ার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে হাজী ইয়াছিনের স্বপ্ন ও প্রত্যাশা ধারণ করে লিফলেট বিতরণ এবং এক বর্ণাঢ্য মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে নগরীর কান্দিরপাড়ে বিএনপি দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া একটি বিশাল মিছিল সালাউদ্দিন মোড় হয়ে পূবালী চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মিছিল শুরুর আগে উপস্থিত নেতৃবৃন্দের হাতে হাতে বিতরণ হয় রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট। লিফলেটে বিএনপি ঘোষিত রাষ্ট্র পরিচালনার নতুন নীতিমালা, প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, নাগরিক স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠা, এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয়। বিশেষ করে কুমিল্লাকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বিনিয়োগবান্ধব নগরীতে রূপান্তরিত করার লক্ষ্য সামনে রেখে হাজী ইয়াছিনের ভবিষ্যৎ পরিকল্পনার দিকগুলো নিয়ে নেতাকর্মীরা প্রবল উৎসাহ প্রকাশ করেন।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বর্ষীয়ান বিএনপি নেতা এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিম।
সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, মাহাবুবর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, মহানগর যুবদলের ১ম যুগ্ম আহ্বায়ক আসিফ মাহমুদ জহির, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাসা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহরম, কুমিল্লা মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম চৌধুরী নোমান, কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমান, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, আদর্শ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সায়েম মজুমদার, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম কিবরিয়া জুয়েল, যুবদল নেতা মনছুর নিজামী ও মশিউর রহমান সজিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বক্তারা তাদের বক্তব্যে বলেন—বহু কঠিন সময়ের ভেতর দিয়ে কুমিল্লা–০৬ আসনের বিএনপি নেতাকর্মীরা গেছে। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন-পীড়ন, মামলা, হামলা, গ্রেফতার—সবকিছুর মধ্যেই একটি ছায়ার মতো কর্মীদের পাশে ছিলেন হাজী ইয়াছিন। নেতাকর্মীরা যখন কারাগারে ছিলেন তখন তাদের পরিবারকে সহায়তা, আইনি সহায়তা, জামিন প্রক্রিয়া, চিকিৎসা—সবকিছু নিজের দায়িত্ব মনে করে পরিচালনা করেছেন তিনি। এই মানবিক ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নেতাকর্মীদের মাঝে তার প্রতি আস্থা ও সম্মানকে দৃঢ় করেছে।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন—১৭ বছর দীর্ঘ এক প্রান্তিক সময় পেরিয়ে গেলেও কুমিল্লা–০৬ আসনের বিএনপি কর্মীদের মনে আনন্দ নেই, স্বস্তি নেই। তারা বিশ্বাস করেন, হাজী ইয়াছিন এই নির্বাচনী এলাকায় বিএনপির শক্তি পুনর্গঠন, সংগঠনের ঐক্য পুনরুদ্ধার এবং সরাসরি জনসম্পৃক্ততা বৃদ্ধির জন্য সবচেয়ে উপযুক্ত নেতৃত্ব। তারা স্পষ্টভাবে বলেন, “হাজী ইয়াছিনকে চূড়ান্ত মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমাদের মন ভালো হবে না।”
সমাবেশে আরও উল্লেখ করা হয়—কুমিল্লাকে নিয়ে হাজী ইয়াছিনের স্বপ্নের কর্মপরিকল্পনায় আছে শিক্ষা–স্বাস্থ্য খাতের উন্নয়ন, নগরীর ট্রাফিক ও অবকাঠামো উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার লক্ষ্য। কুমিল্লাকে বাংলাদেশের একটি ‘স্মার্ট জেলা’ হিসেবে গড়ে তুলতে নবীন-প্রবীণ কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মিছিল ও সমাবেশে কুমিল্লা–০৬ আসনের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী হাতেহাতে লিফলেট নিয়ে অংশগ্রহণ করেন।

ছবিঃ তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং হাজী ইয়াছিনের কুমিল্লাকে এগিয়ে নেওয়ার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে লিফলেট বিতরন শেষে সমাবেশ।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

কুমিল্লা–৬ আসনে  দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনি সমাবেশ করেছে কাজী দ্বীন মোহাম্মাদ

তৌহিদ হোসেন সরকার, কুমিল্লা কুমিল্লা–৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী...

Read more
ইঞ্জিনিয়ার রিপন মৈশানের বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদ ফিরিয়ে দিলো বিএনপি

ইঞ্জিনিয়ার মোঃ শফিউল আজম মৈশান রিপনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদ পুনর্বহাল করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম...

Read more
কুমিল্লায় হাজী ইয়াছিনের পক্ষে বিএনপি’র ৩১ দফা রাষ্ট্র মেরামত প্রচারে গণসংযোগ ও লিফলেট বিতরণ

কুমিল্লায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লাকে নিয়ে হাজী ইয়াছিনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনসাধারণের কাছে তুলে ধরতে...

Read more
দেশের মানুষ শুধু পরিবর্তন নয়—সুশাসনের নিশ্চয়তা চায়: ব্যারিষ্টার যোবায়ের

আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা-৫ আসনের দলীয় মনোনীত প্রার্থী ব্যারিষ্টার যোবায়ের আহমেদ ভুঁইয়া বলেছেন, আমরা...

Read more
কুমিল্লা–৬ আসনে জামায়াতের শক্তির প্রদর্শন

কুমিল্লা–৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদের নেতৃত্বে...

Read more
Scroll to Top