কুমিল্লার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় করেন কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান। সম্প্রতি তিনি কুমিল্লা থেকে সিলেট জেলায় যোগদান করবেন। কুমিল্লা থেকে বদলী জনিত বিদায় উপলক্ষে তিনি সাংবাদিকদের সাথে এ মতবিনিময় করেন।
বৃহস্পতিবার সন্ধায় কুমিল্লা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার আব্দুল মান্নান।
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়েদ মাহমুদ পারভেজ।
সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ বড়ুয়া, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন।
কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ওমর ফারুকী তাপসের পরিচালনায় সভায় কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা বক্তব্য দেন।
সভায় পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, সাংবাদিকরা পুলিশের প্রতিপক্ষ নয়, পরিপূরক। প্রতিটি ক্রান্তিকালে পুলিশের সাথে সাংবাদিকরাও জীবন বাজি রেখে কাজ করেন। পুলিশকে তথ্য দিয়ে ও বিভিন্নভাবে সহযোগিতা করে। কুমিল্লায় বিভিন্ন নির্বাচনসহ প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনায় কুমিল্লার সাংবাদিকরা সহযোগিতা করেছেন। পেশাগত দায়িত্ব পালনের সময় বিভিন্ন প্রতিকূলতায় আমার পাশে ছিলেন। আপনাদের কথা সবসময় আমার মনে থাকবে। কুমিল্লাবাসীর ভালবাসা দায়িত্ব পালনে আমাকে আরো অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে।
উপজেলায় পযায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ...
Read more