উপজেলায় পযায়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজ সেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান।
আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমন শর্মার সভাপতিত্বে সেমিনার স্বাগত বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।
বক্তব্য দেন জেলা সমাজসেবার সহকারী উপ-পরিচালক ফারহানা আমিন, কোতয়ালী থানার পুলিশ পরিদর্শক শীবেন বিশ্বাস।
আদর্শ সদর উপজেলা প্রশাসন ও সমাজ কার্যালয় আয়োজিত সেমিনারে জনপ্রতিনিধি,বিভিন্ন সংস্থার প্রতিনিধি, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে সমাজ সেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান বলেন, সামাজিক সচেতনতা না বাড়লে আমাদের সকল কর্মসূচি সফল বাস্তবায়ন করতে পারবো না। তাই এ বিষয়ে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
সেমিনারে সমাজ সেবা কর্মকর্তারা জানান, সমাজ সেবা অধিদপ্তর বয়স্ক, বিধবা,প্রতিবন্ধী,হিজড়া ভাতা,প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি,অনগ্রসর শিক্ষা উপবৃত্তি,শিশু সুরক্ষা কার্যক্রম,পল্লী সমাজসেবা সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম,প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প, পল্লী মাতৃকেন্দ্র ক্ষুদ্রঋণ কার্যক্রম, দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষুদ্রঋণ কার্যক্রম,বেসরকারি এতিমখানা নিবন্ধন কার্যক্রম, এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান কার্যক্রম, ক্যন্সার, কিডনিসহ ছয়টি টি জটিল রোগের ৫০,০০০ হাজার টাকা অনুদান, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসুচি, গৃহায়ন প্রকল্প, বীর মুক্তিযোদ্ধা সংক্রান্ত কার্যক্রমসহ বিভিন্ন কাজ বাস্তবায়িত করে আসছে।
ছবিঃ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজ সেবা অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান।