শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, ফ্রি মেডিকেল ক্যাম্প, সাইকেল র্যালী, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্যচিত্র প্রদর্শনী, বিশেষ দোয়া, খাবার বিতরন, র্যালীসহ নানা আয়োজনে কুমিল্লায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে।
সোমবার সকালে নগরীর কুমিল্লা টাউন হল মাঠের শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আমিরুল কায়ছার, পুলিশ সুপার নাজির আহমেদ খান, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন, সদস্য সচিব জসিম উদ্দিন,মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রধান।
পরে মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি, বেসরকারি নানা দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় ।
অপরদিকে টাউন হল মাঠে মহানগর জামায়াত ও ন্যাশনাল ডক্টর ফোরাম আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। এসময় নায়েবে আমীর মোহাম্মদ মোছলেহ উদ্দিন, সেক্রেটারী মু.মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশারফ হোসাইন, ন্যাশনাল ডক্টর ফোরাম (এনডিএফ) কুমিল্লার সভাপতি ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে সকালে কেন্দ্রিয় সেচ্ছাসেবকদল নেতা নিজাম উদ্দিন কায়সার এর নেতৃত্বে নগরীতে একটি বর্ণাঢ্য সাইকেল র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষন করে। বিকালে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিজয় র্যালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও কেন্দ্রিয় ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন নেতৃত্ব দিবেন।
কুমিল্লার চান্দিনার ছয়ঘড়িয়ায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল। মঙ্গলবার দুপুরে উপজেলার ছয়ঘড়িয়া খন্দকার বাড়ি মাঠে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয়...
Read more