
কুমিল্লার দেবিদ্বারে পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও সরকারী মেডিকেলের শিক্ষার্থীদের সংগঠন ‘দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশন’ এর ২৪ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিল্লুর রহমানকে সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শরীফুল ইসলাম আরাফাতকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা কমিটির অনুমোদন দেন।
কমিটিতে নুর নবী, আফজাল বিন হুসাইন, আরিফুল ইসলাম, স্বাধীন করকে সহ সভাপতি করা হয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন- আবু বকর ছিদ্দিক, আয়েশা সিদ্দিকা মিতু, রনি মজুমদার ও আবু ইউসুফ।
সাংগঠনিক সম্পাদক হয়েছেন- হাসিবুল ইসলাম, তানজিলা আক্তার ইলহাম, তাহসান উল ইসলাম তানিম, আহাদ উদ্দীন, খাদিজা ইসলাম তামান্না, আসিফুর রহমান, জাহিদ হাসান ও আরিফুল ইসলাম।
অর্থ ও কোষাধক্ষ্য সুমাইয়া আক্তার, উপ-অর্থ ও কোষাধক্ষ্য মামুনুর রশিদ। দপ্তর সম্পাদক শাহীন আলম হৃদয়, উপ দপ্তর সম্পাদক আবু বকর ছিদ্দিক খান। প্রচার ও জনসংযোগ সম্পাদক আরিফুল ইসলাম, উপ প্রচার ও জনসংযোগ সম্পাদক মঞ্জুরুল হাসান।
২০২০ সাল থেকে পথ চলা শুরু দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশনের। ‘খুলে দাও বাঁধার দ্বার, গড়ব স্বপ্নের দেবিদ্বার’ স্লোগানে এই সংগঠনটি এরই মধ্যে দেবিদ্বারে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির গাইডলাইনভিত্তিক পরামর্শ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ, দেবিদ্বারে বৃক্ষরোপণ সহ নানান কর্মসূচি পালন করে আসছে। বর্তমানে সংগঠনের সদস্য এক হাজার।