গ্যাস সংকটে কুমিল্লা নগরী , দুর্ভোগে ৫ লাখের বেশি গ্রাহক

ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আগুন জ্বলে না বেশিরভাগ এলাকার চুলায়

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

সৈয়দ লুৎফুর রহমান, কুমিল্লা।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ৫ লাখের বেশি গ্রাহক চরম দুর্ভোগে পড়েছেন। আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প খাতে এ জ্বালানি সংকট চলছে। বিশেষ করে কুমিল্লা নগরী ও এর আশপাশের এলাকাগুলোতে এ সংকট তীব্র আকার ধারণ করেছে।
কুমিল্লা নগরীসহ আশপাশের এলাকায় গ্যাসের তীব্র সংকট চলছে। ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আগুন জ্বলে না বেশিরভাগ এলাকার চুলায়। ফলে বাধ্য হয়ে পাশে চুলা রেখে সিলিন্ডার কিংবা মাটির চুলায় রান্না করছেন গৃহিনীরা। একই অবস্থা হোটেল, রেস্তোরাঁ, রেস্টুরেন্ট গুলোতেও। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির আবাসিক, বাণিজ্যিক এবং শিল্প খাতের পাঁচ লক্ষাধিক গ্রাহক একই ভোগান্তিতে। স্বয়ং গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ক্যান্টিনেও রান্না হচ্ছে সিলিন্ডারে। কুমিল্লার বিসিক শিল্প নগরী, ইপিজেডসহ জেলার ছোট বড় বিভিন্ন শিল্প কারখানায় পণ্য উৎপাদনে পড়েছে নেতিবাচক প্রভাব।
এদিকে বিগত ৩০ বছর আগের গ্ৰাহক চাহিদা অনুযায়ী স্থাপিত পাইপলাইনে বর্তমান চাহিদা পূরণে গ্যাস সরবরাহ করতে না পারায় শীতে এ সংকট তৈরি হয়। এছাড়া চাহিদা অনুযায়ী গ্যাসের উৎপাদন হচ্ছে না বলেও জানিয়েছেন বাখরাবাদ কর্তৃপক্ষ।
গত কয়েকমাস ধরে কুমিল্লার নগরীর নুরপুর, সুজানগর,সংরাইশ, চকবাজার, কাপ্তান বাজার, মোঘলটুলি,অশোকতলা,পুলিশ লাইন,রেইসকোর্স, ভাটপাড়া, চর্থা, চাঁনপুর শুভপুর, বালুতুপা ও চাঁপাপুরসহ নগরীর বেশিরভাগ এলাকায় গ্যাসের এ সংকট চরমে। ভোর ৬টায় চলে যাওয়া গ্যাস কখনও সন্ধ্যা ৭টায়, কখনও রাত ১০টায় আসে। রান্নার সময় গ্যাস না থাকায় মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। এছাড়াও নাগরীর কান্দিরপাড়সহ বাকি এলাকাগুলোতে নিভু নিভু করে চুলা জ্বলেও শীতের সকালে পুরো নগরীতেই আগুন জ্বলে না চুলায়।
এদিকে গ্যাস সংকটে বাসাবাড়িতে রান্না না করা বাসিন্দারা নির্ভর করেন হোটেল, রেস্তোরাঁ এবং রেস্টুরেন্টের উপর। সেখানেও গ্যাসের সংকট তৈরি হওয়ায় লোকসানে ব্যবসায়ীরা।
নগরীর সুজানগর পূর্ব পাড়ার এলাকার বাসিন্দা লাকি আক্তার জানান, শীতের শুরু থেকে গ্যাসের চূলায় গ্যাস থাকেনা। রাতে মাঝে মধ্যে আসে নিভু নিভু অবস্থা। তাই গেল দু মাসে অতিরিক্ত তিনটি সিলিন্ডার গ্যাস এনে রান্নার কাজ শেষ করতে হয়েছে। কিন্তু লাইনের গ্যাস না পেলেও মাসে মাসে গ্যাস বিল দিতে হচ্ছে, ফলে আমাদের দ্বিগুন অর্থ ব্যয় করতে হচ্ছে।
নগরীর চকবাজার এলাকার বাসিন্দা সুমি আক্তার বলেন, প্রথমে ভোরে কিছু গ্যাস থাকতো। তখন ভোরে উঠে রান্না করেছি। এখন ভোর রাতেও গ্যাস আসেনা। ফলে অস্থায়ী লারকির চুলা বানিয়ে কোন রকম কাজ সারতে হচ্ছে। শহরের বাড়িতে লারকির চুলা জ্বালানোও একটা কষ্টকর বিষয়।
চাঁনপুর এলাকার কেরানী বাড়ির বাসিন্দা ফারজানা আক্তার বলেন দিনে গ্যাস থাকেনা তাই রাত জেগে রান্না করি। কয়েকমাস ধরে এমন অবস্থা। ফলে রাতেও সজাগ থাকতে হচ্ছে।
এ বিষয়ে গোমেতি সংবাদের সম্পাদক মোবারক হোসেন বলেন, বিগত কয়েক বছরে ক্ষমতাসীনরা প্রভাব খাটিয়ে ব্যাপক অবৈধ সংযোগ প্রদান করে। গ্যাস সংকট নিরসনে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং পাইপলাইন অপসারণ করতে হবে। এ অবৈধ কর্মকান্ডে বাখরাবাদ গ্যাস এর কর্মকর্তারাও জড়িত। এ অবৈধ কর্মকান্ডে অপরাধীদের দৌরাত্ম কমাতে হলে তাদের আইনের আওতায় আনতে হবে।
কুমিল্লা রেস্তোরা মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ নাছিরুল ইসলাম মজুমদার জানান, নগরীর পাশাপাশি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে পাশে অবস্থিত প্রায় সকল হেটেল গ্যাস সংকটের ক্ষতির সম্মখীন হচ্ছে। হোটেল এ গ্যাসের রান্নার পরিবেশের জায়গায় বিকল্প লারকির ব্যবস্থা করেত গিয়ে পরিবেশও নষ্ট হচ্ছে।
কুমিল্লা বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান জানান, লাইনের গ্যাস সংকটের কারনে অনেকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করে কোন রকম প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে। আবার অনেক সপ্রতিষ্ঠান উৎপাদন খরচ বেশি হওয়ায় প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। এমন পরিস্থিতি জেলার প্রায় সব প্রতিষ্ঠানে। এ সংকট নিরসন না হলে পযায়ক্রমে সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, কুমিল্লাসহ বাখরাবাদের ছয় জেলায় আবাসিক, সিএনজি ফিলিং স্টেশন, বিসিক শিল্পনগরী, ইপিজেড, সার কারখানা, ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠান ও বিদ্যুৎ স্টেশনকেন্দ্রসহ সব মিলিয়ে গ্রাহকের সংখ্যা প্রায় চার লাখ ৯০ হাজার। এর মধ্যে শুধু গৃহস্থালি আবাসিক গ্রাহক আছেন প্রায় আড়াই লাখ। গ্যাসের চাহিদা যে পরিমাণে বাড়ছে সে পরিমাণে উৎপাদন বাড়ছে না। এছাড়াও ৩০ বছর আগের ৭০ পিএসআই পাইপলাইনের কারণও রয়েছে। দ্রুত কারণ চিহ্নিত করে সমাধানের পথ খুঁজছে বাখরাবাদ।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

চৌদ্দগ্রামে মেসার্স নিহা ব্রিকস চালু রাখতে হাইকোর্টের রুল ও স্থিতাবস্থা

কুমিল্লা চৌদ্দগ্রাম কাশিনগর ইউনিয়নের জুগিরকান্দিতে স্থাপিত মেসার্স নিহা ব্রিকস পরিচালনায় আইনগত কোন বাঁধা নেই। মেসার্স নিহা ব্রিকস এর স্বত্ত্বাধিকারী মো....

Read more
পদোন্নতি পেলেন মানবিক ডাক্তার জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অভিনন্দনের জোয়ার

দেলোয়ার হোসাইন আকাইদ // চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে কুমিল্লা অঞ্চলে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসা ডা....

Read more
কুমিল্লার বাজগড্ডায় ঈদে মাজিউন্নাবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লার জগন্নাথপুর বাজগড্ডা জিকরুল্লাহ ইসলামিয়া যুব কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মাজিউন্নাবী (সা.) ও ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে এক ইমানি ও...

Read more
ভ্যানওয়ালার পক্ষে দাঁড়ানোই ‘অপরাধ’?— চাঁদাবাজ সাজিয়ে ব্যবসায়ীকে হয়রানি

কুমিল্লা নগরীর চকবাজার এলাকায় এক ব্যবসায়ী নেতার ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে অপর এক ব্যবসায়ীকে চাঁদাবাজ সাজিয়ে মিথ্যা মামলা ও অপপ্রচারের...

Read more
কুমিল্লায় নারীর ক্ষমতায়নে নারী সমাবেশ অনুষ্ঠিত

নারীর ক্ষমতায়ন, আত্মনির্ভরতা ও সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিকাপুর কাজী বাড়ি মাঠে এক...

Read more
Scroll to Top