কুমিল্লা–৬ এ টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন–সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

কুমিল্লা–০৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা ১০ দিন ধরে নানা কর্মসূচি পালন করছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এই ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বুধবার (১২ নভেম্বর) সকালে কুমিল্লা টাউনহল মাঠে আনুষ্ঠানিকভাবে গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন করা হয়।
নগরীর কান্দিরপাড় এলাকা ও আশপাশের সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেন। সকাল থেকেই টাউনহল প্রাঙ্গণে দীর্ঘ সারি পড়ে যায় সমর্থকদের। একই সঙ্গে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া–মহল্লা পর্যায়েও গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে।
নেতাকর্মীদের ভাষ্য, কুমিল্লা–৬ আসনে হাজী ইয়াছিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে ৩ নভেম্বর রাতে মহাসড়ক অবরোধের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা হয়। পরদিন ৪ নভেম্বর কান্দিরপাড়সহ বিভিন্ন স্থানে মশাল মিছিল অনুষ্ঠিত হয়। ৫ নভেম্বর নারী সমর্থকদের উদ্যোগে নারীদের সমাবেশ, ৬ নভেম্বর নফল রোজা রেখে গণ–ইফতার, ৭ নভেম্বর জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও মিলাদ আয়োজন, ৮ নভেম্বর পূর্বালী চত্বরে অবস্থান কর্মসূচি, ৯ নভেম্বর কারা–নির্যাতিত নেতাকর্মীদের পরিবারের সংবাদ সম্মেলন এবং ১০ নভেম্বর স্থানীয় তরুণদের উদ্যোগে ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়। ১১ নভেম্বর নবম দিনে অনুষ্ঠিত হয় মশাল মিছিল। আর ১২ নভেম্বরের দশম দিনে শুরু হয়েছে গণস্বাক্ষর কর্মসূচি।
মহানগর ছাত্রদল নেতা রবিন খাঁন বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। গণস্বাক্ষর অভিযান শেষে স্বাক্ষরসমূহ কেন্দ্রীয় দপ্তরে পাঠানো হবে এবং প্রয়োজনে দেশ বিদেশের বিভিন্ন স্থানেএকই ধরনের কর্মসূচি আয়োজন করা হবে।
একজন তরুণ যুবদল নেতা মনছুর নিজামী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানাচ্ছি। এখানে কোনো বিশৃঙ্খলা নেই, আছে কেবল তৃণমূলের আকাঙ্ক্ষা ও ভালোবাসা।”এই গণস্বাক্ষর কর্মসূচি আসলে তৃণমূলের গণতান্ত্রিক প্রতিবাদের অংশ। তাঁরা বিশ্বাস করেন, কেন্দ্রীয় নেতৃত্ব জনগণের এই স্পষ্ট বার্তা উপেক্ষা করবে না।
মহানগর যুবদলের যুগ্ম–আহ্বায়ক সাজ্জাদ হোসেন বলেন,“হাজী ইয়াছিন ভাইয়ের পক্ষে তৃণমূলের সমর্থন এখন আন্দোলনে পরিণত হয়েছে। আজ থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। টাউনহল মাঠ থেকে শুরু করে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়া–মহল্লায় এই কর্মসূচি চলবে। জনগণ যাঁকে চায়, দলকেও তাঁকেই মনোনয়ন দিতে হবে।”
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম–আহ্বায়ক সালমান সাঈদ বলেন,“ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ দশম দিনে গণস্বাক্ষর অভিযান শুরু হলো। হাজী ইয়াছিন দীর্ঘ ১৭ বছর ধরে রাজপথে লড়াই করে যাচ্ছেন। তিনি একজন সৎ, ত্যাগী ও জনগণের নেতা। তাঁকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।”
নেতাকর্মীরা আরও জানান, হাজী ইয়াছিনের নেতৃত্বে অতীতে কুমিল্লা নগরীতে বহু গণআন্দোলন সফল হয়েছে। তাঁর রাজনৈতিক ও মানবিক অবদানের কারণে তৃণমূলের মধ্যে তাঁর প্রতি গভীর ভালোবাসা রয়েছে।
বিএনপির স্থানীয় পর্যায়ের অনেক নেতাই মনে করেন, হাজী ইয়াছিনই এই আসনের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী। কারণ তিনি একদিকে অভিজ্ঞ সংগঠক, অন্যদিকে তরুণদের মধ্যেও জনপ্রিয়। বিশেষ করে নগর, সদর ও সদর দক্ষিণ এলাকায় তাঁর সংগঠনভিত্তিক নেটওয়ার্ক শক্তিশালী।
নেতাকর্মীরা জানান, ত্যাগী ও গ্রহণযোগ্য নেতা হিসেবে হাজী ইয়াছিনই কুমিল্লা–৬ আসনের জনগণের পছন্দের প্রার্থী। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন–সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

ছবি: কুমিল্লা নগরীর টাউনহল মাঠে হাজী ইয়াছিনের দলীয় মনোনয়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর দিচ্ছেন নেতাকর্মী ও সাধারণ মানুষ।

ফেসবুকে আমরা

আরো পড়ুন

সদর দক্ষিণ উপজেলা কালিরবাজারে জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে

তৌহিদ হোসেন সরকার, কুমিল্লা বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের কালিরবাজারে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত...

Read more
তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি

কুমিল্লা–০৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার...

Read more
কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে মশাল মিছিল

কুমিল্লা–০৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে দলীয় মনোনয়ন দেওয়ার...

Read more
কুমিল্লা–৬ এ হাজী ইয়াছিনকে মনোনয়নের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও তারুণ্যর সমাবেশ

কুমিল্লা–০৬ (সদর, সদর দক্ষিণ, সিটি কর্পোরেশন ও সেনানিবাস এলাকা) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের দলীয় মনোনয়ন...

Read more
কুমিল্লা-৬ এ হাজী ইয়াছিনের মনোনয়নের  দাবিতে তৃণমূলের অবস্থান কর্মসূচি

কুমিল্লা–০৬ আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মনোনয়ন দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (০৮...

Read more
Scroll to Top