
তৌহিদ হোসেন সরকার, কুমিল্লা
কুমিল্লা–৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ ২৫ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক, জানাজা ও বিভিন্ন নির্বাচনি কার্যক্রমে অংশ নেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি আদর্শ সদর উপজেলার উত্তর দুর্গাপুর ইউনিয়নের আড়াইওরা সমিতি এলাকায় গণসংযোগ করেন। পরে দুর্গাপুর কেন্দ্রীয় জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে গণসংযোগ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা–৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কুমিল্লা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর, বিশিষ্ট সমাজসেবক ও আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, ইউনিয়ন আমীর মাওলানা ফয়েজুল ইসলাম, অঞ্চল সহকারী পরিচালক মুফতি মাহবুবুর রহমান,ইউনিয়ন সেক্রেটারী মো. শওকত আলম,নায়েবে আমীর গিয়াস উদ্দিন আজম শাহ, ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মাওলানা আশরাফুল ইসলাম,সহকারী সেক্রেটারী আবুল কাশেম শামিম, ৬ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুল মুবিন এবং শিল্পী মহিউদ্দিন।
এছাড়াও ওয়ার্ড সেক্রেটারী হাফেজ রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, আব্দুল মালেক, মো. ইব্রাহিম খান, মো. লিয়াকত হোসেন লিলু, মো. ফরিদ খান, আব্দুল করিম খান, হাফেজ রহমত উল্লাহ, ডা. হাফিজুর রহমান, মো. ইয়াসিন, মো. মিজানুর রহমান, মো. ইউসুফ ভুঁইয়া, মো. ইসমাইল হোসেন রবিন, মো. রাসেল ভুঁইয়া, মো. মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,
“লুটপাট, দুর্নীতি ও সন্ত্রাস বন্ধ করতে দাঁড়িপাল্লার প্রার্থীকে বিজয়ী করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি বন্ধ করবে। দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, কাউকে দুর্নীতি করতে দেব না। মানুষের হক মানুষের কাছে পৌঁছে দেব।”
তিনি আরও বলেন,“রাষ্ট্র সংস্কার, বৈষম্যহীন সমাজ গঠন,করতে দাঁড়িপাল্লায় ভোট দিন,ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে।”
দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, সমর্থক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।




