
সৈয়দ মোঃ লুৎফুর রহমানঃ
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে ধারণ করে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী লাঠি খেলা ও মোরগ লাড়াই প্রদর্শনী।
কুমিল্লার ঐতিহ্যবাহী টাউন হল মাঠে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে বেলুন উড়িয়ে লাঠি খেলা ও মোরগ লাড়াই প্রদর্শনীর উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। খেলা উদ্বোধন শেষে দর্শকসাড়িতে বসে খেলা উপভোগ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আমিরুল কায়ছার। কুমিল্লার ঐতিহ্যবাহী টাউনহল মাঠে এসে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরতে পেরে আনন্দিত ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলা থেকে আসা লাঠি খেলোয়ারগন এবং মোরগ লড়াই প্রদর্শনীর অংশগ্রহণকারীরা।
জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, অবিভক্ত কুমিল্লার হারাতে বসা সংস্কৃতিকে এই প্রজন্মের কাছে তুলে ধরা এবং আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার লক্ষ্যেই মূলত এধরণের লোকজ খেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।
ছবিঃ কুমিল্লার টাউন হল মাঠে লাঠি খেলা।