কুমিল্লার দেবিদ্বারে “ললিতাসার শশীভূষণ আশ্রম” এর শুভ উদ্ভোধন ও দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
রোববার সকালে উপজেলার ললিতাসার এলাকায় এ আশ্রমের উদ্ধোধন করেন সর্ব্ব ধৰ্ম্ম মিশন এর প্রেসিডেন্ট বাবু সুনীতি রঞ্জন কর।
এসময় উপস্থিত ছিলেন রোজ ইন্টিমেটস এর পরিচালক সঞ্জয় কুমার নাহা, স্বপন চন্দ্র দে, পরিমল বিকাশ দত্ত, রাম কৃষ্ণ সিংহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আশ্রম পরিচালনা পর্ষদ এর সদস্য বৃন্দ এবং মিশন সভ্যগণ।
আশ্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে আশ্রম প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি-মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
উদ্ধোধনী অনুষ্ঠান শেষে সঞ্জয় কুমার নাহা বলেন, “ললিতাসার শশীভূষণ আশ্রম” প্রাথমিক ভাবে ৩৫ বছর পূর্বে সর্বজন শ্রদ্ধেয় প্রচারক শ্রী লক্ষ্মন চন্দ্র দে কর্তৃক মন্দির হিসেবে প্রতিষ্ঠিত হয়ে সর্ব্ব ধর্মাবতার শ্রী শ্রী মৎ আচার্য্য আনন্দ স্বামী এবং তাঁরই গুণমুগ্ধ শিষ্য সর্ব্ব ধৰ্ম্ম মিশন প্রতিষ্ঠাতা শ্রী লব চন্দ্র পাল এর প্রচারিত সর্ব্ব ধর্মের আদর্শ প্রচার ও প্রসারে কাজ করে আসছে। প্রচারক শ্রী লক্ষ্মন চন্দ্র দে কর্তৃক ভবিষৎবানী অনুযায়ী মন্দিরকে আশ্রমে রূপ দেয়ার প্রচেষ্টা বাস্তবায়ন হয় এবং তাঁর প্রদত্ত নামকরণ অনুযায়ী “ললিতাসার শশীভূষণ আশ্রম” এর নামকরণ সম্পন্ন হয়।
তিনি আরো বলেন, বিশ্ব ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা, ধর্মগত অনৈক্যের অবসানকল্পে সর্ব্ব ধৰ্ম্ম মিশন সারা পৃথিবীতে কাজ করে যাচ্ছে। সে লক্ষ্যে ২৫ শে নভেম্বর “ললিতা সার শশীভূষণ আশ্রম” এর ১ম বার্ষিক উৎসব উদ্যাপিত হবে।
চতুর্থবারের মতো কুমিল্লা জেলা আইনজীবী সমিতির রিক্রিয়েশন সাব কমিটির সদস্য মনোনীত হয়েছেন কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ এডভোকেট তাপস চন্দ্র...
Read more