কুমিল্লায় স্যাটেলাইট চ্যানেল গ্লোবাল টেলিভিশনের ২য় বর্ষপূর্তি ও ৩য় বর্ষে পদার্পনে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে।
এ আনন্দ মূহুর্তটি কুমিল্লার সংরাইশ সরকারী শিশু পরিবারের এতিম শিশুদের নিয়ে উদযাপন করা হয়।
রোববার সন্ধ্যায় সংরাইশ শিশু পরিবারে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ সাইফ উদ্দিন রনী।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান, সামাজিক সংগঠন ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, ব্যবসায়ী মাহাবুব রহমান, মিডিয়া ব্যক্তিত্ব মিজানুর রহমান লিটন, সাংবাদিক আরিফুর রহমান মজুমদার, মাইনুল হক স্বপন, সাইফুল ইসলাম সুমন, সালাউদ্দিন সুমন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী সাথী জাহান, আলপনা সাহা, আয়েশা সিদ্দিকা সুমা, সুমন ও শিশু পরিবারের শিল্পীরা।
শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় নিবাসের শিশুরা। পরে কেক কাটা হয়। অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে দুটি কেক পাঠানো হয়।
আগামীর পথ চলায় দৈনিক আজকের জীবন সৎ, সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, স্বাধীনতার পক্ষে দেশের কথা,...
Read more